প্রাক্তনীদের সমাবেশ - কবিতা। A Get Together of Alumni - Poem
প্রাক্তনীদের সমাবেশ
আহা! বেশ বেশ বেশ!
এইতো প্রাক্তনীদের সমাবেশ!
মনে হচ্ছে, যেন এক নতুন দেশ
সকলেই পড়েছে দারুন পোশাক
আহা! বেশ বেশ বেশ!
হয়েছে কলেজে প্রাক্তনীদের সমাবেশ!
মন আমার পাখি হয়েছে,
কারন সে যে
বর্তমানে অতীতকে দেখতে পেয়েছে,
তাই সে অনাবিল আনন্দে মেতেছে!
নেই তার একটুও ক্লান্তি
সে ফিরে পেয়েছে সেই সব দিন
যা ছিল শুধুই স্মৃতি!
এইতো সময় গল্প করার
আড্ডা মারার, মজা করার
জড়ো হয়েছে অতি যত
করে নাও মজা, মনের মতো
পুরনো মুখ আবার কবে
ভবিষ্যতে তোমরা দেখতে পাবে!
করে নাও মজা, এই তো সময়
এছাড়া জীবনে আর কিছু চাই!
তাই একটুও সময় করোনা নষ্ট
মজা করে মনকে করো সন্তুষ্ট!
Comments
Post a Comment