ইঁদুর ভায়া - কবিতা। Brother Rat - Poem
ইঁদুর ভায়া
বড্ড জ্বালায় ইঁদুরটি
থাকে না কেনো সে করে চুপটি,
আসছে না যে আমার ঘুমটি
এমন করেই কি কাটবে রাত্রিটি,
উফ্! বড্ড জ্বালায় ইঁদুরটি!
এমনিতে তো বিদ্যুৎ নেয়
তার উপরে মশা কামড়ায়,
ইঁদুর ভায়া শান্ত না থাকলে
বলতে পারো, কেমন করে আমি ঘুমোই!
উফ্! বড্ড জ্বালায় ইঁদুর ভায়।
আজ কি তার মনে পরেছে আমাদের কথা?
তাই কি সে দিয়েছে দেখা?
কিন্তু, দেখতে যখন গেলাম
তার দেখা কোথায় পেলাম!
লুকোচুরি খেলছে কি সে!
কিন্তু, এখন খেলার সময় নয় যে!
বুঝতে সে নিশ্চয়ই পারছে না
নয়তো, এমন দুষ্টুমি সে কখনো করতোনা।
ইঁদুর ভায়া এবার শোনো,
এমন শয়তানি করছো কেনো!
গনেশদাকে কি বলতে হবে,
সে কিন্তু তোমায় অনেক ঠেঙ্গাবে,
চুপটি করে থাকো এবার
সময় হয়েছে আমার ঘুমোবার!
Comments
Post a Comment