পাহারা- কবিতা। Vigilance - Poem
পাহারা
গ্রামে গ্রামে পাহারা
দেয় সকল গ্রামবাসীরা,
যদিও ঘুমের ভারে তারা
হয়ে যায় দিশেহারা!
তবুও মনে হয় তাদের
যেন রাত জাগা তারা!
মনেতে চুরির ভয়,
হৃদয় বলে, চলো ঐক্যবদ্ধ হয়!
তবেই ঘুচবে এ ভীতি,
চলো জাগি দলবদ্ধভাবে রাতে,
হে ঈশ্বর, এ কোন্ পাপাচার, দুর্নীতি!
এলাকায় খাদ্যের অভাব,
মানুষ বদলে ফেলেছে স্বভাব,
দেখা দিয়েছে বন্যার প্রাদুর্ভাব!
কিন্তু, ভুলে যেও না
জীব শ্রেষ্ঠ তুমি!
ঝেরেফেলো আমিত্বের আমি
জীবনের কঠিন পরীক্ষা এযে,
উত্তীর্ণ তোমায় হতেই হবে!
তবেই তো প্রমাণিত হবে
শ্রেষ্ঠ প্রাণ তুমি পৃথিবীতে!
Comments
Post a Comment