ওয়াল ম্যাগাজিন এক দুই তিন প্রকাশিত হবে , আমাদের কলেজে ওয়াল ম্যাগাজিন! দুই তিন চার, এবার সকলেরই কিছু লেখা দরকার! তিন চার পাঁচ খুঁজে দেখ, মগজের আনাজ কানাচ! চার পাঁচ ছয় নয় তো দেখ, ডায়েরিতে যদি কিছু রয়! পাঁচ ছয় সাত না থাকুক, লেখায় তোর হাত! ছয় সাত আট, তাতে কি? লেখা প্রকাশিত হোক বা দেওয়ালে সাটাক! সাত আট নয়, চেষ্টা কর, তোর দ্বারা হবেই! আট নয় দশ, অনেক হল, এবার চুপটি করে বস! পরুণ পরবর্তী কবিতা (বেতন) পরুণ পূর্ববর্তী কবিতা (আমি কি করবো) My Utube Channel My Facebook Page Twitter Explurger LinkedIn Pinterest Instagram
ফেয়ারওয়েল নমস্কার স্যার, নমস্কার! ব্যথিত হৃদয়ে চিত্ত মম আজ করে হাহাকার! নমস্কার স্যার, নমস্কার! দুর্দিনে আপনি ছিলেন, ছিলেন আমার পাশে সেই সময়ের ব্যথা যেন, এখনো ধেয়ে আসে! এই ধরায় এমন মানুষ বারবার কি আসে, আপনি ছিলেন আমার পাশে! ছিল আমার কিছু দোষ যেগুলো আপনি গেছেন এড়িয়ে, আমার আত্মসম্মান আমায় দিয়েছেন আপনি ফিরিয়ে! করেছি কাজ অনেক জায়গায় আসেনি সেরকম কোনদিন, বড় যতই হই আমি রইবো চিরদিন আপনার অধীন! আপনি আমায় ভুলে গেছেন, আসেনা যেন এমন দিন, এই স্কুলে রইল আপনার আমন্ত্রণ চিরদিন! সুখে থাকুন, ভালো থাকুন রইলো এই প্রার্থনা আমার, ভালোভাবে কাটে যেন অবশিষ্ট সময় আপনার! পরুণ পরবর্তী কবিতা (হে সৃষ্টিকর্তা) পরুণ পূর্ববর্তী কবিতা ( ভালো মানুষ)
नया शुरुआत तय कियाहूं, करूंगा नया शुरुआत नया जगह, नया लोग नया सुबह और रात, नया तरीका से पुराना जैसा रहनेका - एक नयाशुरुआत। ना होगा वहां कोई अपने जिससे याद आएगा पुराना बात, ना रहेगा कोई नफरत मन में जो रहता है हर वक्त मेरे साथ। ना रहना इस जगह में मुझे जहां रहता है बुड़ा लोग, काम ना करके जिसका काम होता है दूसरोंको अच्छा रख। तय किया हूं अब जाऊंगा दूर नया एक जगह, जहां मिलेगा लोग नए पर, दिल का रिश्ता किसी से नहीं, रहूंगा अपना मर्जी से कोई पुराना याद नहीं। पड़िए अगला कविता पड़िए पिछला कविता (परिणाम)
Social Service It is our duty To practise charity, To be in the society. The more we give The more we get, It is the universal truth Never forget! Never forget! we need to add value To our existence, Only then we can get Much much more happiness. The only way is to give To help others to survive, So keep a portion of your earning To help a fellow human-being. See how much money You waste, In empty idol worship! God will be much happy If you help your society! What will be the use of religion If your own local people Remain hungry and suffering from frustration! First help them to learn, Then if you can Give them other assistance You will find great inner happiness Worthy will be your existence. Read Next Poem Read Previous Poem (Something Special)
Childhood Lost "Play all day" - that was the life of Kakoli when she was a mere child. Kakoli lived in the village Shyamapur with her parents. It was a remote village. Except the ration dealer, none of the village had a pucca house. The villagers were decreased into poverty. Like all other children of the village, Kakoli's childhood was very happy. She used to play all day long. No work only play - that was her life. She was a sweet-looking child. Everyone of her village, even the ration dealer, liked her for her sweet appearance and too sweet voice. Whenever she saw an elder, she would run towards them and start talking. How much busy they might be, villagers preferred to talk to her. Days passed. Kakoli was admitted to a distant school. Then she felt their poverty. A few children use to go to school in good dresses, but Kakoli and her friends wore mediocre dresses - not noticeable,...
বিদ্যাসাগর বাংলার ভূমিতে নিয়েছিলেন জন্ম সকলে আমরা চিনি তাকে বিদ্যাসাগর নামেতে! ছোট্ট থেকেই ছিলেন মেধাবী গর্ব আমাদের, তিনি বঙ্গবাসী। পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামেতে জন্ম নিয়েছিলেন তিনি, গোড়া ব্রাহ্মণ পরিবারেতে, তবে তিনি ছিলেন না বিশ্বাসী ঈশ্বরে মন তার সর্বদা, নিবেদিত পড়াশোনাতে, পড়াশোনার জোড়েই তিনি হয়েছিলেন মহান পারেনি দারিদ্রতা তাকে হার মানাতে! যে কলেজে পড়াশোনা করেছিলেন সেই কলেজেরই তিনি অধ্যাপক হয়েছিলেন। সমাজ সংস্কারেও তার অদম্য দান নারী কল্যাণ, সমাজ সংস্কার, শিক্ষা প্রসার ইত্যাদিতে আছে তার বহু অবদান। পড়াশোনার দৌলতেই তিনি হয়েছিলেন উত্তম পুরুষ রবীন্দ্রনাথ বলেছেন, বিদ্যাসাগর ছিলেন প্রকৃত অর্থেই মানুষ! মানব সমাজের উন্নতিই ছিল তার একমাত্র লক্ষ্য আজকের এই অনুষ্ঠান তারই সাক্ষ্য! পড়ুন পরবর্তী কবিতা পড়ুন পূর্ববর্তী কবিতা (প্রায়শ্চিত্ত)
जानता हूं वह खत्म हो गया पर ए उसका फितरत है, जानता हूं वह खत्म हो गया पर ए उसका फितरत है, गलत काम से गलत साथ अब उसे कौन ठीक कर सकता है। पड़िए अगला शायरी पड़िए पिछला शायरी
Comments
Post a Comment