বৃষ্টি - কবিতা। Rain - Poem

 বৃষ্টি


বৃষ্টি! বৃষ্টি! বৃষ্টি!
 এ কোন অনাসৃষ্টি!
তুমি কেন এত নির্দয়,
তোমার জন্য আজ মানুষ অসহায়,
তবু কি তোমার কোন আক্ষেপ নেয়!

বৃষ্টি - কবিতা। Rain - Poem

এইতো কদিন আগে
 তুমি নিয়েছিলে ভয়ঙ্কর রূপ,
 এসেছিল আগ্রাসী বন্যা
 বাড়ি-ঘর, খাদ্যশস্য হয়েছিল ধ্বংসস্তূপ!
 তবুও তোমার মনে হয়নি
 আর না! আর না!

তুমি আবার এসেছো ফিরে
 সেই আগের রূপটি নিয়ে,
কিপাবে, এত ধ্বংস করে!
 এখন মানুষেরা ব্যস্ত,
 ঠিক করতে তাদের ঘর-দোর সমস্ত
তাদের জীবনযাত্রা এখন বিপর্যস্ত,
 দিওনা তুমি, তাদের এত কষ্ট!

পরুণ পরবর্তী কবিতা (হঠাৎ)

পরুণ পূর্ববর্তী কবিতা (মিসিং ডায়েরি)





Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

তুমি এসেছো বলে - একটি কবিতা | As You Have Come - A Poem

Out Of Cocoon - A Short Story

বেতন - একটি কবিতা। Salary - A Poem

মা বোল্লাকালী - একটি কবিতা। Ma Bollakali - A Poem.