ফ্রেন্ডশিপ ডে। A Poem on Friendship Day

ফ্রেন্ডশিপ ডে


দেখি এইমাত্র ফোনটি নিয়ে

 হোয়াটস অ্যাপে মেসেজ এলো চলে

 পড়ে দেখে চমকে উঠি

 ফ্রেন্ডশিপ নিয়ে মাতামাতি!

 মন বললো,

 এখনো বসে আছিস চুপটি করে?

 বের কর ব্যাগ থেকে ডায়রিটি,

কিছু লেখে সেলিব্রেট করেন দিনটি!

ফ্রেন্ডশিপ ডে। A Poem on Friendship Day

কলম নিয়ে যখন নিলাম হাতে

 কিছু যে আসছিল না ঘটে,

 মাথা বললো একটি কাজ কর

সকলকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে উইস কর।

 তাতে দেখবি একটি ব্যাপার অবশ্যই ঘটবে

 সকলেরই মুখে হাসি ফুটবে!


পরুণ পরবর্তী কবিতা (ভালো মানুষ)

পরুণ পূর্ববর্তী কবিতা (পরীক্ষা ভীতি)






Comments

Popular posts from this blog

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

Childhood Lost - A Short Story

Social Service - A Poem

Think Big - A Short Story

Self Help - A Poem