ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem
ফেয়ারওয়েল
নমস্কার স্যার, নমস্কার!
ব্যথিত হৃদয়ে চিত্ত মম
আজ করে হাহাকার!
নমস্কার স্যার, নমস্কার!
দুর্দিনে আপনি ছিলেন, ছিলেন আমার পাশে
সেই সময়ের ব্যথা যেন, এখনো ধেয়ে আসে!
এই ধরায় এমন মানুষ বারবার কি আসে,
আপনি ছিলেন আমার পাশে!
ছিল আমার কিছু দোষ
যেগুলো আপনি গেছেন এড়িয়ে,
আমার আত্মসম্মান আমায়
দিয়েছেন আপনি ফিরিয়ে!
করেছি কাজ অনেক জায়গায়
আসেনি সেরকম কোনদিন,
বড় যতই হই আমি
রইবো চিরদিন আপনার অধীন!
আপনি আমায় ভুলে গেছেন,
আসেনা যেন এমন দিন,
এই স্কুলে রইল আপনার
আমন্ত্রণ চিরদিন!
সুখে থাকুন, ভালো থাকুন
রইলো এই প্রার্থনা আমার,
ভালোভাবে কাটে যেন
অবশিষ্ট সময় আপনার!
Comments
Post a Comment