জীবন তরী - কবিতা। Life-Boat - A Poem
জীবন তরী
হে তরী, তুমি আজ সহায় তুমি আজ সম্বল
তোমারে প্রণাম করি।
তুমি আছো বলে মানুষ পার হয়ে দলে দলে
সেই তলিয়ে যাওয়া স্থান খানি।
নাছিলো উপায় ব্রিজ খানি ভেঙ্গে যাওয়ায়
তমা বেনে!
তুমিই আজ রক্ষা কর্তা এতগুলো প্রাণের ত্রাতা
প্রণাম তোমায়, প্রণাম তোমায় ।
হয়েছিলাম বিচ্ছিন্ন পথ হয়েছিল ছিন্ন
সেই ভয়ংকর বন্যায়
সে হয়েছিল ভয়ঙ্কর ভাসিয়ে দিয়েছিল গ্রাম থেকে গ্রামান্তর
কেঁড়ে নিয়েছিল যোগাযোগের পথ।
কিন্তু তুমি এলে সেই বিপদে পাশে থাকলে পদে পদে
নিলে ভার নিজবুকে তুলে।
তোমার এই জয়গাঁথা থাকিবে ইতিহাসে লেখা
তুমি যে জীবন তরী!
Comments
Post a Comment