ভালো মানুষ - বাংলা কবিতা। Good Man - Bengali Poem
ভালো মানুষ
স্যার, আপনাকে নমস্কার
এমন মানুষ কজন আছে আর,
যারা এখনো মেনে চলে ন্যায়, নীতি, শিষ্টাচার!
স্যার, আপনাকে পাবো কি আর
এই দিনটিতে বারবার?
স্যার, আপনাকে নমস্কার!
স্যার, আমি একজন সাধারন মানুষ
অনেকে কষ্ট দিয়েছে, যারা অমানুষ!
এমন মানুষ কোথায় পেলাম
যারা বোঝার চেষ্টা করেছে
কেন এমন হয়ে গেলাম!
আশা ছিল যাব উড়ে,
দিক থেকে দিগন্তরে,
কিন্তু অনেক চাপে পরে
আমার আশায় গেছে সরে!
তবুও চেষ্টা করে যাচ্ছি
মনকে আমার শক্তি জোগাচ্ছি,
দেখা যাক, কি হয়!
হে ঈশ্বর কৃপা করো
আমার লক্ষ্য যেন পূরণ হয়!
পরুণ পরবর্তী কবিতা (ফেয়ারওয়েল)
পরুণ পূর্ববর্তী কবিতা (ফ্রেন্ডশিপ ডে)
Comments
Post a Comment