রফিকুল স্যার । A Souvenir to Our HOD
রফিকুল স্যার
স্যার আমাদের খুবই শান্ত
রাগতে দেখিনি এখন পর্যন্ত,
মুখে হাসি সব সময়
জীবনটা যেন বর্ণময় ,
স্যার যেন সর্বদা এরকমই রয়!
প্রথম যেদিন স্যারকে দেখি
মনে হয়েছিল, আর একি!
ইনিই আমাদের HOD!
এতো শান্ত, নম্র ব্যবহার
এমনও মানুষ আছে কি আর!
স্যার, আপনাকে কোটি কোটি নমস্কার।
কিন্তু স্যার, একটি কথা
আমার বুকে বড়োই ব্যথা
হাতে না থাকলে কাজ,
মাথা যে শান্ত থাকতে নারাজ!
প্রতিদিনই চেষ্টা করি
তার সাথে মেডিটেশনও করি
লক্ষ্য একটিই, কি করে মাথা ঠান্ডা করি!
কাজ থাকলে আমি ঠিক
না থাকলে আমার মাথা বেঠিক,
মাঝে মাঝে লাগে ভয়
বিশাল কোন ভুল হয়ে না যায়!
স্যার, প্লিজ বলে দেবেন
কিভাবে আপনার মত শান্ত হয়!
পরুণ পরবর্তী কবিতা (অঙ্কণ শিক্ষক)
পরুণ পূর্ববর্তী কবিতা (আশরাফ আলী স্যার)
Comments
Post a Comment