বিজ্ঞান পড়াশোনা- এর সম্বন্ধে কবিতা। A Poem on Science Education
বিজ্ঞান পড়াশোনা
জাবেদ স্যারের বিজ্ঞান
শুনে হয়ে যায় অজ্ঞান,
হারিয়ে ফেলি কাণ্ডজ্ঞান
মন বলে শুধু ভগবান ভগবান!
তার ওপর ম্যাথমেটিক্স
মনে হয় যেন মাথার কোনো ট্রিকস,
বিজ্ঞানই যদি সে হতো
পাশের সাইন্স টিকে কি চিবিয়ে খেত!
কিন্তু, লাইফ সাইন্স ও ফিজিক্যাল সাইন্স
নিজেদের পাশে রেখেছেতো সাইন্স!
স্যারতো বোঝান ভালো করে
কিন্তু, বুঝতে পরবো
যদি থাকে কিছু মাথার পরে,
তার ওপর আটটা ক্লাস,
ভগবান প্লিজ করে দিও পাশ!
পরুণ পরবর্তী কবিতা (আবু তালহা স্যার)
পরুণ পূর্ববর্তী কবিতা (পরীক্ষার ফলাফল)
Comments
Post a Comment