আশরাফ আলী স্যার- A Souvenir to Our Trainer
আশরাফ আলী স্যার
স্যারের নাম আশরাফ আলী সরকার
সকলের ওই জানা দরকার,
উনি আমাদের বন্ধুর কাকা
নোট না পেলে কেউ যাবে নাকো ফাঁকা,
শুধু হাতে রেখো কিছু টাকা!
স্যারের মিষ্টি সুরের আওয়াজে
মন আমাদের নাচে যে,
তার সাথে স্যারের সরল স্বভাব
সকলের সাথে করেছে যে ভাব!
স্যারের বোঝানোর টপিকসগুলো
ব্রেন আমাদের গিলে নিলো,
কিন্তু একটি প্রশ্ন হল...
পরীক্ষার সময় মনে পারবেতো সেগুলো?
পরুণ পরবর্তী কবিতা (রফিকুল স্যার)
পরুণ পূর্ববর্তী কবিতা (আবু তালহা স্যার)
Comments
Post a Comment