অঙ্কণ শিক্ষক- এর সম্মানে কবিতা। A Poem on Honour of Our Art Teacher
অঙ্কণ শিক্ষক
স্যার, আপনার ক্লাস মুক্তির দার
মাথা থেকে
নেমে যায় সব ভার,
তাই আমাদের একটি আবদার
স্যার আমাদের ক্লাসে আসুন বারবার!
স্যার আপনার অভিনব কৌশলের আর্ট
বানিয়ে দেয় আমাদের স্মার্ট
তার সাথে আপনার পেপার-কাট
শিখতে গিয়ে
আমাদের ডায়েরী, খাতা হয়েছে চৌপাট!
কিন্তু, মন থেকে একটি কোথায় বের হয়
what an art! What an heart!
স্যার আপনার শেখানো পাখিটি
মেলেছে তার ডানা দুটি,
আমরাও কল্পনার জগতে
আনন্দে হয়েছিল লুটোপুটি,
স্যার, তাই আবেদন একটি
সময় পেলে শিখিয়ে যাবেন, নতুন আরেকটি!
পরুণ পরবর্তী কবিতা (পরীক্ষা ভীতি)
পরুণ পূর্ববর্তী কবিতা (রফিকুল স্যার)
Comments
Post a Comment