পরীক্ষা ভীতি। A Poem on Exam Fear
পরীক্ষা ভীতি
কলেজে এখন পরীক্ষার ধুম
ট্রেনীদের উড়ে গেছে ঘুম,
মাথায় সকলের পড়াশোনার চাপ
প্রাণ থেকে একটি কথাই হচ্ছে বের..
তা হল বাপরে বাপ, বাপরে বাপ!
ভেবেছিলাম সবাই কলেজে যাবো, মজা করবো,
গল্প গুজব করেই কাটাবো!
কিন্তু, একি হলো!
সব আশা উড়ে গেলো!
স্কুল জীবন যেন ফিরে এলো
আনন্দ আমাদের হারিয়ে গেল!
তবে এইটুকু রক্ষে
ক্লাস চলাকালীন মজা যে হচ্ছে!
সেটাই আমাদের অক্সিজেন
নইলে হারিয়ে ফেলতাম জ্ঞান,
এতেই সন্তুষ্ট মন ও প্রাণ!
এখন অন্তরে প্রার্থনা একটিই
বাঁচাও ভগবান, বাঁচাও ভগবান!
পরুণ পরবর্তী কবিতা (ফ্রেন্ডশিপ ডে)
পরুণ পূর্ববর্তী কবিতা (অঙ্কণ শিক্ষক)
Comments
Post a Comment