আবু তালহা স্যার- A Souvenir to Our Trainer

 আবু তালহা স্যার


নামের মধ্যেই ভেলকি,

 স্যার, করছি একটু ইয়ার্কি

 রেগে যাবে আপনি কি?

 তবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি, অধমটি!

আবু তালহা স্যার- A Souvenir to Our Trainer


আপনার ক্লাসেও আছে মজা

 মনে হয় যেন, খাঁটি সর্ষের তেলে কচুরি ভাজা!

 তার সাথে আপনার দেওয়া উদাহরণ

 মনে আমার লাগে দারুন!

 কিন্তু স্যার, এত পড়াশোনার দরুন 

আমার অবস্থা মরণ-বাঁচন!


যাই হোক, হবে যে পড়তে,

 স্কুল থেকে ছুটি পেয়েছি দু'বছর 

এটাই তো করতে!


পরুণ পরবর্তী কবিতা (আশরাফ আলী সরকার)

পরুণ পূর্ববর্তী কবিতা (বিজ্ঞান পড়াশোনা)




Comments

Popular posts from this blog

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

তুমি এসেছো বলে - একটি কবিতা | As You Have Come - A Poem

Out Of Cocoon - A Short Story

বেতন - একটি কবিতা। Salary - A Poem

মা বোল্লাকালী - একটি কবিতা। Ma Bollakali - A Poem.