আবু তালহা স্যার- A Souvenir to Our Trainer
আবু তালহা স্যার
নামের মধ্যেই ভেলকি,
স্যার, করছি একটু ইয়ার্কি
রেগে যাবে আপনি কি?
তবে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি, অধমটি!
আপনার ক্লাসেও আছে মজা
মনে হয় যেন, খাঁটি সর্ষের তেলে কচুরি ভাজা!
তার সাথে আপনার দেওয়া উদাহরণ
মনে আমার লাগে দারুন!
কিন্তু স্যার, এত পড়াশোনার দরুন
আমার অবস্থা মরণ-বাঁচন!
যাই হোক, হবে যে পড়তে,
স্কুল থেকে ছুটি পেয়েছি দু'বছর
এটাই তো করতে!
পরুণ পরবর্তী কবিতা (আশরাফ আলী সরকার)
পরুণ পূর্ববর্তী কবিতা (বিজ্ঞান পড়াশোনা)
Comments
Post a Comment