নতুন শুরু - একটি কবিতা। New Beginning - A Poem

নতুন শুরু কিছুদিন বিরতির পর আবার শুরু পথ চলা, নতুন ভাবে নতুন করে শুরু হল আমার পথ চলা! এটা কাজ সেটা কাজ সেজন্য কেটেছে অনেকদিন, এবার করছি শপথ আমি কিছু লেখবই প্রতিদিন! আসুক যতই বাধা আপদ জীবনে যতই আসুক বিপদ, উদ্যম কিন্তু একটুও কমবেনা আমার কলম আর থামবেনা! বিশ্বজুড়ে এত সমস্যা প্রত্যেকেরই আছে নিজস্ব ঝামেলা, তবুও জীবন এগিয়ে যাচ্ছে আমি কেনো থাকি পাছে। তাই আর নয়, অনেক হলো করছি এবার নিজেকে শক্ত, অন্যায়ে আর গুরুত্ব দেবোনা পেছনের কথা আমি আর ভাববো না। পড়ুন পরবর্তী কবিতা পড়ুন পূর্ববর্তী কবিতা (মহা প্রলয়)